এমন নৃশংস চিত্র আর কত দেখবে ভোলাবাসী

0
5
আমাদের ফেইসবুক পেইজ এ লাইক দিয়ে সঙ্গে থাকুন।

আঃ রহিম, ভোলা:-

গত বুধবার ২৭ জুলাই ভোলার নতুন বাজার মুক্তিযোদ্ধা মার্কেটের ইমন সাউন্ডের মালিক আল আমিন (৪৮) ও তার ছেলে ইয়ামিনকে (১৫) কুপিয়ে গুরুতর জখম করেছে পৌরসভা ১নং ওয়ার্ডের ইলিশা সড়ক, জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা, ভোলা রেকর্ড রুমের আলোচিত দালাল ইউসুফ ও তার স্ত্রী আসমা এবং তার ছেলে ছাইফুল।

আহত আল আমিন জানান।
আমি আমার বাসার পাশে ভরাটকৃত জমিতে চারা রোপন করতে গেলে সন্ত্রাসী ইউসুফ বারবার চারা উঠিয়ে ফেলে, পরে আমি বাধা দিতে গেলেই তারা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর অনবরত হামলা চালায়। কোপের আঘাতে আমি মাটিতে লুটিয়ে পড়ি। এরপর স্থানীয় বাসিন্দারা আমাদেরকে সদর হাসপাতালে নিয়ে যায়।
আহত আল আমিন এবং তার ছেলে ইয়ামিন এখন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত আল আমিন আরো জানান,
থানা পুলিশের কাছে মামলা নিয়ে গেলেও আশাহত করেননি থানা পুলিশ, মামলা প্রক্রিয়াধীন রয়েছে, তিনি আইনের প্রতি আস্থা রেখে বলেন আশাকরি আমি সুষ্ঠু বিচার পাবো।

আমাদের ফেইসবুক পেইজ এ লাইক দিয়ে সঙ্গে থাকুন।