আমাদের ফেইসবুক পেইজ এ লাইক দিয়ে সঙ্গে থাকুন।
“তালেবান”
লেখক মোহাম্মদ আলী
সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাতে
মানুষকে দিয়েছো মান
মুসলিম বিশ্বের উন্নয়নে
শ্রেষ্ঠ ধর্ম ইসলাম।
ইসলাম ধর্ম মূল্যায়নে
আলামত পূর্ণ বান
আফগানিস্তান দখল করলো
মুসলিম তালেবান।
তালেবানে সারি সারি
জয়ের শ্লোগান
সত্যি কারের মুসলমানেরা
দখলে নিল আফগানিস্তান।
বিশ্বের মুসলিম রাষ্ট্র
হাতে হাত তালি
কালেমার পতাকা তলে
মুসলিম ঐক্য সরি।
দেখিয়েছে তালেবান
মুসলমানদের জয় গান
দুঃখ কষ্ট মুছে ফেলে
ইসলামের পথে চলে যান।
মৃত্যুর পথ ধরে
সামনে বুক পেতে
মুসলিম বিশ্ব এগিয়ে
তোমাদের পরাজয় গুনতে।
হাসিতে প্রাণ দিয়ে
জয় হল তালেবান
বিশ্ব মুসলিম বুঝে নিয়ে
আমাদের ফেইসবুক পেইজ এ লাইক দিয়ে সঙ্গে থাকুন।