রিয়াজ ফরাজী বোরহানউদ্দিন প্রতিনিধি –
বেশি করে তালগাছ লাগাই, বজ্রপাতে প্রাণহানি কমাই’ স্লোগানে উপকূলীয় জেলা ভোলার বোরহানউদ্দিনে তালবীজ সংগ্রহ ও বপনের প্রস্ততি সভা সম্পন্ন করেছে উপকূল ফাউন্ডেশন।
সোমবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার হাসান নগর ইউনিয়নে ঐতিহ্যবাহী মির্জাকালু মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপকূল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম আমীরুল হক পারভেজ চৌধুরী হাসান নগর ইউনিয়নের স্বেচ্ছাসেবীদের সাথে মতবিনিময় করেন। স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মুজাহিদ মহাজন, হাসনাইন আহমেদ হাওলাদার, আরিয়ান রায়হান, রাহাদ চৌধুরী, ইকরাম মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম, রাকিব চৌধুরী, ইয়ামিন হোসেন ও সাগর ভুঁইয়া প্রমুখ।
সভায় আলোচকরা উপকূলীয় জনপদে জীবন রক্ষায় তাল গাছের বিকল্প নেই উল্লেখ করে বেশি করে তালগাছ লাগিয়ে বজ্রপাতে প্রাণহানি কমাতে তালবীজ বপনের কর্মসূচি বাস্তবায়নে ঐক্যমত প্রকাশ করেন।
সভাশেষে স্কুলের প্রধান ফটকে মির্জাকালু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার উল্লাহসহ সবাই ফটো সেশনে অংশ নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার উল্লাহ উপকূল ফাইন্ডেশনের তালবীজ বপন কর্মসূচি বাস্তবায়নে সফলতা কামনা করেন।