ভোলার রাজাপুরে সেই মেম্বার হেলাল বাহিনীর তান্ডব!!ব্যবসায়ীর দোকানে গণলুট,গুলিবর্ষন!! দুুই পুলিশ আহত

0
31
আমাদের ফেইসবুক পেইজ এ লাইক দিয়ে সঙ্গে থাকুন।

স্টাফ রিপোর্টার:-
ভোলার রাজাপুরের ক্লোজার বাজারে ব্যবসায়ীর দোকানে হামলা,ভাঙচুর,লুটপাটে,বোমাবাজী ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
বুধবার (০৬ এপ্রিল) ইফতারের পর সন্ধ্যায় সেখানকার নাজিম ফকিরের ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী,ব্যবসায়ী নাজিম ফকির ও বাজারের ব্যবসায়ীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় রাজাপুর ০৯ নং ওয়ার্ডের মেম্বার হেলাল উদ্দিনের নেতৃত্বে তার অস্ত্রধারী গুন্ডাবাহিনী বাজারের সেই ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব চালায়। সন্ত্রাসীরা নাজিম ফকিরের দোকানে গণলুট চালিয়ে নগদ টাকা ও মালামাল ছিনিয়ে নেয়। এ সময় অন্যান্য ব্যবসায়ীরা বাধা দিলে সন্ত্রাসীরা এলোপাথাড়ি বোমাবাজি ও গুলি বর্ষণ করতে থাকে। স্থানীয়রা জানান,দূর্বৃত্তদের নিক্ষেপকৃত বোমা হামলায় ওই দোকানটির ভিতরে আগুন ধরে গেলে বাজারের লোকজন তা নিভাতে সক্ষম হন। ঘটনার সময় বাজারে উপস্থিত থাকা চার ব্যাক্তি আহত হওয়ার খবর মিলেছে। বিষয়টি জানতে পেরে ইলিশা ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরও বেগতিক হয়ে পরে। এসময় সন্ত্রাসী তারেক হোসেন বাবু,হাসিব,মিন্টু,হানিফ,আলী, হুমায়ুন,সজীব,দ্বীন ইসলাম, ফয়সাল,আরিফ,চাঁন মিয়া, মানসুর আহমেদ সরদার ও মনজিলসহ ১৫/২০ জনের অস্ত্রধারী সন্ত্রাসাী পুলিশের সামনেই ফের বোমাবাজি ও গুলিবর্ষণের ঘটনা ঘটায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় মো: জাকির হোসেন ও কামরুল নামের দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। একপর্যায়ে বহু চেষ্টা ও লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে রাতের ঘটনার জের ধরে বৃহষ্পতিবার (০৭ এপ্রিল) সকালেও হেলাল মেম্বারের ক্যাডার বাহিনী ক্লোজার বাজারে অস্ত্রের মহড়া চালালে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন গণমাধ্যমকে জানান,পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এব্যাপারে অভিযুক্ত মেম্বার হেলাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করেন।
বর্তমানে অদ্ভূত পরিস্থিতিতে সেখানকার জনমনে চরম আতঙ্ক, উদ্বেগ আর উৎকন্ঠা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা ।

আমাদের ফেইসবুক পেইজ এ লাইক দিয়ে সঙ্গে থাকুন।