ভোলা ভেদুরীয়া চর চটকিমারায় পূর্ব শত্রুতার জেরে হামলা আহত-০২

0
9
আমাদের ফেইসবুক পেইজ এ লাইক দিয়ে সঙ্গে থাকুন।

মোহাম্মদ আলী ভোলা।
ভোলার ভেদুরীয়া চর চটকিমারা ৭ নং ওয়ার্ডে ১৬/০৭/২০২২ ইং রোজ শনিবার সকাল ৮.০০ টার সময় পূর্ব শত্রুতার জের ধরে হামলা চালিয়ে দুই জনকে গুরুতর আহত করছে। আহতদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শফিউদ্দিন ও মরিয়ম বেগমের অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত আমাদের সাথে জায়গা জমি নিয়ে মহসিন গংদের সাথে শত্রুতার এক পর্যায়ে আমার সৎ মেয়ে ও মেয়ের জামাই সোহাগকে তাদের সঙ্গে নিয়ে শনিবার ৮.০০ টার সময় আ:রহমান,মোঃ:তুহিন,মোঃকাশেম সহ আরো ৩/৪ মিলে দা,রট, ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়ির দরজার পাশে আমার স্বামীকে হত্যা করার জন্য ওৎ পেতে থাকে, আমার স্বামী শফিউদ্দীন পাওনাদারের টাকা পরিশোধ করতে ভোলার উদ্দ্যেশে যাওয়ার পথে তার গলায় পাশ লাগালে আমি তার চিৎকার শুনে গিয়ে তাকে জড়িয়ে ধরি এতে তারা আমাদের দুই জনকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত ও জখম করে, পরে আমাদের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে আমাদেরকে উদ্ধার করে।

স্থানীয় একাধিক লোকজন জানান, আমরা তাদের ডাক চিৎকার শুনে এসে তাদেরকে রক্তাক্ত জখম অবস্থায় পাই এবং তাদের সবকিছু এলোমেলো অবস্থায় পরে পরে থাকতে দেখি আমরা তাদেরকে গুরুতরে আহত অবস্থায় উদ্ধার করি।

মোঃশফিউদ্দিন ভোলা সদর মডেল থানায় হাজির হয়ে একটি মামলা দায়ের করেন।মামলার নম্বর হলো জি,আর ৪৪১/২২৭

ভোলা সদর মডেল থানার ওসি তদন্ত মোঃআরমান হোসেন জানান,আমরা শীঘ্রই আপরাধীদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করতেছি।

আমাদের ফেইসবুক পেইজ এ লাইক দিয়ে সঙ্গে থাকুন।