পর্ব -০১
বলেনত একটি গুজবই কি পারে জাতির বিবেক নষ্ট করে দিতে।আজ তাই ঘটছে জাতে জাতির প্রশ্ন ভাসচে।
একটি মহিলা তার ছেলেকে স্কুলে ভর্তি করতে এসে নিজের জীবন দিতে হল।মহিলাটি নাম রানু তার একটি ছেলে ও মেয়ে নিয়ে নিজে সংসার পরিচালনা করত।
রানুর এই সংসারটি ছিল সুখের।স্বামী তার স্ত্রী ও ছেলে মেয়ে রেখে পরকিরিয়া করছিল।পরকিরিয়ার অবসান করতে গিয়ে দ্বীতৃয় বিয়ে করে।যাতে তার সংসারের বিচ্ছেদ ঘটে।
শত দূঃখ কষ্টের মধ্যে দুই সন্তান নিয়ে জীবন কাটায়।ছেলেকে নিয়ে ছিল তার ভবিষ্যত।সেই ভবিষ্যত ঘড়তে ভর্তির জন্য নিল ছেলেকে।দুষ্ট মানবতা ভবিষ্যতের বিনিময়ে কেরে নিল তার প্রান।
হঠাৎ অপরিচিত একটি লোক দেখলাম। আমরা মানুষ হিসাবে কাজ,তার পরিচয়,অবস্থা,সম্পর্কে জানা।তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা নয়।মানুষ মারা কবিরা গুনাহ।এই কথা মানুষ ভুলে গেছে।নষ্ট হয়ে গেছে জাতির মানবতা।
ছেলেধরা বা পোলাচোর এ কথাটি আমরা বিশ্বাশ করি। এটার কারন মানুষ মানবতা ভুলে হত্যা,গুম,খুন,দর্ষন এর মতন মহামারি অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছে।
মানবতা আজ আন্তজার্তিক, জাতীয়,সমাজিক ব্যাধি হয়ে গেছে।এ ব্যাধির কারনে আজ আমাদের দেশে রিফাত ,রানু, নুসরাত এর মত হত্যা কান্ড হয়েছে।দর্ষন হয়েছে শিশু,দর্ষিত হয়েছে বাবার কাছে মেয়ে।
আজ আমাদের এই সমাজ থেকে অন্যায় ও ব্যাধি দুর করতে হলে মানবতা সরকারের সহায়তা ও কুরআনে মৃত্যুর পরিবর্তে মৃত্যু এ আইন একান্ত প্রয়োজন।