একের পর এক অসহায়দের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য নজির করে যাচ্ছেন পুলিশ সদস্য জীবন মাহমুদ

0
19
আমাদের ফেইসবুক পেইজ এ লাইক দিয়ে সঙ্গে থাকুন।

আঃ রহিম, ভোলা:-

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের কৃতি সন্তান জীবন মাহমুদ বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য। চাকরির পাশাপাশি মানবিক কাজ করে বেড়াচ্ছেন জীবন মাহমুদ যার ধারাবাহিকতায় এই পবিত্র রমজান মাসে ভোলা-বরিশাল ও পটুয়াখালী জেলার ১০০ টি অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ভোলা-বরিশাল পটুয়াখালী জেলার ৩০ জন অসহায় কে কর্মসংস্থান করে দিয়েছেন পুলিশ সদস্য জীবন মাহমুদ।

এর মধ্যে আছে প্রতিবন্ধী ও ভিক্ষুক ইফতার সামগ্রী বিতরন ও কর্মসংস্থান সম্পর্কে জীবন মাহমুদের কাছে জানতে চাইলে তিনি জানান।পবিত্র মাহে রমজানে আমি ভালো খাবার দিয়ে সেহেরি -ইফতার করবো আর আমার প্রতিবেশী না খেয়ে থাকবে তা হবে না
তাই নিজ উদ্যোগে অসহায় কয়েকটি পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি। কর্মসংস্থান সম্পর্কে তিনি বলেন
সমাজের চোখে প্রতিবন্ধীরা অবহেলীত।

আমি মনে করি প্রতিবন্ধী ভাইদের রেখে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না তাই তাদের দিচ্ছি হুইল চেয়ার (জীবন মাহমুদ মোট ২৫ টি হইল চেয়ার দিয়েছেন) এবং করে দিচ্ছেন আয়ের ব্যবস্থা ও কর্মসংস্থান তার ধারাবাহিকতায় ৩০ জন কে কর্মসংস্থান করে দিয়েছে তিনি সমাজের বিত্তবানদের অনুরোধ করেন অসহায় মানুষের পাশে দাড়ানোর।

আমাদের ফেইসবুক পেইজ এ লাইক দিয়ে সঙ্গে থাকুন।