ভোলায় অসহায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

0
28
আমাদের ফেইসবুক পেইজ এ লাইক দিয়ে সঙ্গে থাকুন।

আঃ রহিম, ভোলাঃ-

ভোলা সদরে অসহায় নারীদের মাঝে বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের প্রসপারিটি প্রকল্পের লাইভলিহুড কম্পোনেন্টের আওতায় ৩০ দিনব্যাপী সেলাই মেশিন প্রশিক্ষণ শেষে শনিবার দুপুরে চরনোয়াবাদ এলাকায় সংস্থার প্রধান কার্যালয়ে ২৫ জন অতি দরিদ্র মহিলার মাঝে এসব মেশিন তুলে দেওয়া হয়।
সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ইন্দ্রজীত কুমার মন্ডল। বক্তব্য রাখেন, সংস্থার পরিচালক (কর্মসূচি) হুমায়ুন কবির, প্রকল্পের সমন্বয়কারী মো: আবু বক্কর তানভির ও টেকনিক্যাল অফিসার বাবুল আক্তার। আয়োজকরা জানান, সমাজের অসহায় এসব নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতেই এসব সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- রিনা বেগম, মরিয়ম বিবি, সোনিয়া বেগম, সোনিয়া আক্তার। পরে ২৫ নারীর মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আমাদের ফেইসবুক পেইজ এ লাইক দিয়ে সঙ্গে থাকুন।